মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চট্টগ্রাম মহানগর নেতা মো. সুমনকে হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে নগরের ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এর আগে হাটহাজারী থানার মো.আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো.সুমনকে গত ২০ নভেম্বর বিকেলে নগরের লালদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করেছিলেন কোতোয়ালী থানা পুলিশ।
তবে সেই হত্যা মামলায় গতকাল (রোববার) মো.সুমন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সুমন হাটহাজারী চলে যায়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, সুমনের বিরুদ্ধে নগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারি সহ ৩১টি মামলা রয়েছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে নগরের ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় তকে গ্রেপ্তারের পর সুমনকে থানায় হস্তান্তর করা হয়।
জেএন/পিআর