কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কক্সবাজার পৌর আওয়ামী লীগ (নিষিদ্ধ ঘোষিত) এর মহিলাবিষয়ক সম্পাদক এবং সাবেক সংরক্ষিত কাউন্সিলর শাহেনা আকতার পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান।

- Advertisement -google news follower

তিনি বলেন, “শাহেনা আকতার পাখি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ