ফটিকছড়িতে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটস্থ সুন্দরশাহ মাজারের পাশ থেকে ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

- Advertisement -google news follower

মৃত ওই বৃদ্ধের নাম আবু তাহের প্রকাশ বোচামিয়া। সে একই উপজেলার নারাণহাট ইউনিয়নের হাপানিয়া গ্রামের বত্তারখীল এলাকার হাসি মিয়ার ছেলে।

নিহত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন দাবি করে স্থানীয় মেম্বার আবদুল হালিম জানান, কিছু দিন আগে থেকে বোচামিয়া নামে ওই বৃদ্ধ নিখোঁজ হন।

- Advertisement -islamibank

আজ সকালে পথচারীরা একটি মরদেহ দেখে আমাকে অবগত করলে বিষয়টি আমি থানাকে জানায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধারের পর জানতে পারি মরদেহটি বোচামিয়ার।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ