অচেনা যুবকের লাশ ভেসে এলো আনোয়ারার সাগরের তীরে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া উপকূলীয় ফুলতল এলাকায় সাগরের তীরে ভেসে আসা অচেনা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার ‎(৩০ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে তীরবর্তী পরুয়াপাড়া গ্রামের বালুচরে দুপুর ১২টার সময় একটি অজ্ঞাতনামা লাশ স্থানীয়রা দেখতে পায়।

মরদেহটির আনুমানিক বয়স ২৫ বছর। পরনে ছিল শুধু ট্রাউজার প্যান্ট। স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে নৌ পুলিশের টিম এসে স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -islamibank

এ বিষয়ে আনোয়ারা বার-আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান জানান, আমরা লাশটি উদ্ধারের পর সুরহতাল রিপোর্ট করে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ