চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। রাতভর ভারি বৃষ্টি এবং সকাল থেকে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিতে অনেকেই ঘর থেকে বের হতে পারছে না।
যারা বের হচ্ছে, তাদের পড়তে হচ্ছে সড়কের জলজটসহ নানা ভোগান্তিতে পড়ছে। এদিকে টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় চট্টগ্রাম নগরীর পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
পাহাড়ধসের আশঙ্কায় বাটালি পাহাড় এলাকার ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরে যেতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামে গতকাল রাতভর বৃষ্টির পর মাঝে একটু কমে আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে পুনরায় বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো থামেনি বৃষ্টি।
আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে পানি জমে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া অতিবৃষ্টিতে সড়কগুলোয় তুলনামূলক যানবাহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।
জেএন/পিআর