নোয়াখালীর শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপের আ.লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন।

- Advertisement -

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

- Advertisement -google news follower

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পালিয়ে যায়।

জানা গেছে, আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়িতেই পালিয়ে ছিলেন। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই।

- Advertisement -islamibank

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, গ্রেপ্তার আলাউদ্দিন বেদনকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সাথে থাকা সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ