চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি ‘ভাইজান’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু (৪৫) বাঁচা প্রকাশ ভাইজান’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

বুধবার দিবাগত রাতে নগরীর বহাদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার শিবলু হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মদন তালুকদার বাড়ির ফরিদ আহাম্মদের ছেলে। সে ভাইজান গ্রুপের প্রধান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল পাঁচটার দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মোবারক আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুন রাত ১১টার দিকে সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠে ভাইজান বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওই এলাকার রাজমিস্ত্রি আবুল ফয়েজের ছেলে ছাত্রদল কর্মী মো. আরিফ।

পরে বুধবার ভোর রাতের দিকে নগরীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার মা শামছুন্নাহার বেগম বাদী হয়ে ভাইজন বাহিনী প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে প্রধান ও সুনির্দিষ্ট দুইজনসহ ১০ জনের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে ভুট্টু-সুমন গ্রুপের অন্যতম লিডার চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী সন্দ্বীপ কলোনি আমতলী এলাকার মৃত মুজিবুল হকের ছেলে সুমন ও তার অন্যতম সহযোগী হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সম্রাট প্রকাশ এলজি সম্রাটসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়েছিলো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ