চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর বাজারে অভিযান পরিচালনা করে ৬ মামলায় মোট ৪৭ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানার টাকা আদায় করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়,অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি বেকারিসহ ছয়টি মামলায় মোট ৪৭ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় বাজারের বিভিন্ন দোকানি ও অটোরিকশা চালকদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।
আনোয়ারার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও সড়কে পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেএন/পিআর