চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) অভ্যন্তরীণ সড়কে ইয়ংওয়ান কর্পোরেশনের শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে হঠাৎ এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কারখানা ছুটি শেষে কেইপিজেড থেকে পোশাক শ্রমিকদের নিয়ে বাসটি পটিয়া ও শহরের দিকে যাচ্ছিলো।
কেইপিজেডের অভ্যন্তরীণ সড়কে পৌঁছে মোড় নেয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন শ্রমিক আহত হন।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
কেইপিজেডের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন। তাদের কেইপিজেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেএন/পিআর