চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ একটি বিয়ের অনুষ্ঠানে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ৩০ বছরের এক যুবক।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. আবুল কাশেম (৩০)। তিনি শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশিঘরপাড়ার বাসিন্দা। কাশেম স্থানীয় টাইমবাজারের মো. হোসেনের মালিকানাধীন আহমদিয়া ডেকোরেশনের শ্রমিক ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় মো. আবুল কাশেম একটি বিয়ের অনুষ্ঠানে জেনারেটরের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।
জেএন/পিআর