রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকা থেকে তামার তার চুরি করে পালাচ্ছিলেন চোরচক্র।
তবে বেশিদুর যাওয়া হলো না। উপজেলার চন্দ্রঘোনা রেশমবাগান এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করলে ধরা পড়ে চোর। উদ্ধার করা হয় চুরি করা প্রায় ১৫ কেজি তামার তার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে এসব তামার তারসহ জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার জাকির হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মজিদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এবিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘রাতের নিয়মিত তল্লাশির সময় একটি সিএনজি থামিয়ে তাতে প্রায় ১৫ কেজি তামার তার পাওয়া যায়।
যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তা কর্ণফুলী পেপার মিলস থেকে চুরির পর পাচার হচ্ছিল।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, ‘এই ঘটনায় কেপিএম কর্তৃপক্ষ কাপ্তাই থানায় মামলা দায়ের করেছে। আসামিকে শুক্রবার (১ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে।’
জেএন/পিআর