খাগড়াছড়িতে দুটি পাঠা ছাগলসহ ভারতীয় নাগরিক আটক

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং বাজার এলাকা থেকে দুটি পাঠা ছাগলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাই পাড়ার বাসিন্দা শ্রী জেমোসিং ত্রিপুরা (৪৫) সীমান্ত অতিক্রম করে লোগাং বাজার এলাকায় প্রবেশ করেন।

- Advertisement -google news follower

তিনি দুটি পাঠা ছাগল কিনে ভারত ফেরার চেষ্টাকালে বৌদ্ধমনিপাড়া বিওপি অধীনস্থ ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম। পাঠা ছাগল দুটিও জব্দ করা হয়।

পরে তাকে বিজিবির হেফাজত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

- Advertisement -islamibank

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত প্রক্রিয়া চলছে।

শুক্রবার তাকে খাগড়াছড়ি সদর জেল হাজতে পাঠানো হবে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ