বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

- Advertisement -

তিনি বলেন, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত যেকোনো বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাই নয়াদিল্লি এই দেশটির ওপর বিশেষ মনোযোগ দিচ্ছে।

- Advertisement -google news follower

ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে বিজেপির এক সংসদ সদস্য দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামে একটি ইসলামপন্থি গোষ্ঠী ‘গ্রেটার বাংলাদেশ’ নামে বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছে।

সেই মানচিত্রে ভারতের কয়েকটি রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠীটি তুরস্কভিত্তিক এনজিও ‘তার্কিশ ইয়ুথ ফেডারেশন’-এর সহায়তায় পরিচালিত হচ্ছে।

- Advertisement -islamibank

বিষয়টি আলোচনায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, ভারত ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ইতিহাসভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়, যা ইতিহাসের অংশ হিসেবে দেখানো হয়েছিল।

বাংলাদেশ সরকার জানিয়েছে, এই প্রদর্শনীর আয়োজকরা সাফ জানিয়েছেন, তাদের সঙ্গে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

এ ছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব দেশটিতে নেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ