স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের স্কয়ার সুপার মার্কেটের (সুন্দরবন মার্কেট) ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তৎপরতায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -

দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। এরপর মাত্র তিন মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর প্রথম ইউনিট।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল ১০টায় আগুন লাগার খবর আসে। পরে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ