বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু আর নেই

অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু (৭৩) আর বেঁচে নেই।

- Advertisement -

শনিবার (২ আগস্ট) ভোরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)।

- Advertisement -google news follower

এর আগে শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকায় রিকশাযোগে স্বজনের বাসায় যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

ওই সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

- Advertisement -islamibank

তিনি চট্টগ্রামের মিরসরাই মিরসরাই উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভুঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ ওয়াজিউল্লাহর চতুর্থ ছেলে।

তিনি ছিলেন একাধারে সমাজকর্মী ও সাহিত্যপ্রেমী। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম-এর উপদেষ্টা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম-এর উপদেষ্টা, কালধারার প্রকাশ ছিলেন।

নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন জানান, ‘শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা থেকে পুলিশের এক এএসপি উনার দুর্ঘটনার বিষয়টি অবহিত করে।

এরপর পরিবারকে খবর দিলে তারা দ্রুততম সময়ে হাসপাতালে ছুটে যান। আজ ভোরে তিনি মারা গেছেন।

তিনি আরো বলেন, নিপু ভাই মিরসরাইয়ের রত্ন ছিলেন। উনার শূন্যতা পূরণ হওয়ার নয়।

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মাঠে প্রথম ও মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে উনাকে দাফন করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ