মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

- Advertisement -

শনিবার (২ আগস্ট) সকালে দেশটির টেলিভিশন টিভি তিগা এ খবর জানিয়েছে।

- Advertisement -google news follower

খবরে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই কুয়ান্তান থেকে কুয়ালালামপুরে যাচ্ছিলেন।

নিহতরা হলেন- গাড়ীর চালক মো. সাবের হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।

- Advertisement -islamibank

দুর্ঘটনায় আহত দুইজনকে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, গত রাতে কুয়ান্তানের গাম্বাং-এর কাছে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি) ওয়ানের ২০০.৮ কিলোমিটারে এমপিভি গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যাওয়ার পর তিন বাংলাদেশি পুরুষ নিহত এবং দুইজন আহত হন।

কুয়ান্তান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাঁ দিকে পিছলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, তদন্তে দেখা গেছে যে জড়িত এমপিভির চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ওই গাড়ির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাস থেকে শেষ হয়ে গেছে যা পরে নবায়ন করা হয়নি।

মোহাম্মদ আদলি আরও বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও তদন্ত চলছে, যার মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা এবং জড়িত সব বাংলাদেশির নিয়োগকর্তাদের খুঁজে বের করা হচ্ছে।

১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ