আনোয়ারায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নস্থ দক্ষিণ সরেঙ্গা গ্রামের নিজ বসতঘরে বিষধর সাপের কামড়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ শনিবার (২ আগষ্ট) ভোররাতে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মৃত ছাত্রীর নাম নাঈমা আক্তার (১৩)। সে একই উপজেলার দক্ষিণ সরেঙ্গা এলাকার মো. হাসানের মেয়ে। নাঈমা স্থানীয় রায়পুর গাউসিয়া হাশেমিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাঈমা তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বড়। তার বাবা মো. হাসান একজন মৎস্যজীবী। ঘটনার সময় তিনি সাগরে মাছ ধরার ট্রলারে ছিলেন।

- Advertisement -islamibank

স্থানীয় যুবক আয়াতুল ইসলাম জানান, রাতে মা-মেয়েতে ঘুমিয়ে ছিল। ভোররাতে হঠাৎ ব্যথা অনুভব করলে নাঈমা তার মাকে ডেকে কিছু একটা কামড় দিয়েছে বলতে বলতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীটিকে সাপের কামড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ