কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাঙ্গুনিয়া প্রবাসী আমানউল্লাহ নিহত

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ আমান (২৬) নামে রাঙ্গুনিয়া প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

গত ২৭ জুলাই কাতারের কর্মস্থলে ইলেকট্রনিকস এর কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

- Advertisement -google news follower

আজ শনিবার (২ আগস্ট) ভোরে তার লাশ নিজ বাড়িতে আনা হয়। এদিন সকাল ১১ টায় বানিয়াখোলা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত আমানউল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মো. জাফরের দ্বিতীয় সন্তান। তবে ছোটবেলা থেকেই বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকতেন।

- Advertisement -islamibank

মো. তৈয়ব খান নামে নিহতের এক স্বজন জানান, ছোট থেকেই বেতাগী নানার বাড়ীতে বেড়ে ওঠা আমান অল্পবয়সে পাড়ি জমায় কাতারে। দুয়েক বছরেই ভালোই প্রতিষ্টা করে নিজেকে।

তিনি সৌদিয়া এলাকায় ৫০-৬০ লক্ষ টাকা ব্যয়ে বাড়ি করেছিলো। দেশে এসে বিয়ে করার কথা ছিলো। কিন্তু সেই বাড়িতে জীবন্ত প্রবেশ করা হলো না তার। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো আমানের নিথর দেহের ঠাঁই হলো সেই বাড়িতে।

এদিকে তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে চলছে শোকের মাতম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ