ভারতীয় পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে তেল কেনার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ‘উল্লেখযোগ্য পরিমাণে’ বাড়ানো হবে।

- Advertisement -

পাশাপাশি ইউক্রেনে রুশ যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য এই তেলই মস্কোর বড় রাজস্ব উৎস বলে তিনি মন্তব্য করেছেন।

- Advertisement -google news follower

রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই চাপের মাত্রা বাড়ল।

এর আগে তিনি হুমকি দেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া যদি শুক্রবারের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না ঘটায়, তবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

- Advertisement -islamibank

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ সপ্তাহেই তাঁদের দেখা হওয়ার কথা।

ট্রাম্প সোমবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে লিখেছেন, ‘ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এবং সেটা বিক্রি করে বিশাল লাভ করছে।’

তিনি আরো লেখেন, ‘রুশ যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষকে হত্যা করছে তারা (ভারত) তা তোয়াক্কা করছে না।
এই কারণেই আমি ভারতের ওপর যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক উল্লেখযোগ্য মাত্রায় বাড়াব।’

তবে ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপ করতে চান, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি। বর্তমানে ভারতের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে যুক্তরাষ্ট্রে। এই হার বৃহস্পতিবার থেকে বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ