মেসির হাতে পড়া রোলেক্স ঘড়িটির দাম কত জানেন?

অনলাইন ডেস্ক

খেলাধুলা নয়, লিওনেল মেসিকে নিয়ে এবার আলোচনায় পোশাক। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে পড়নে সাদা শার্টে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির বাঁ হাতের গোলাপি ঘড়ি।

- Advertisement -

মেসির ঘড়িটি রোলেক্সের সংগ্রহের অন্যতম বিলাসবহুল ঘড়ি। রোলেক্স ডেটোনা বার্বি মডেলের ঘড়িটির রঙের সঙ্গে ইন্টার মিয়ামির হোম জার্সির মিল রয়েছে।

- Advertisement -google news follower

ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট গোলাপি সোনা, তার ওপর বসানো হয়েছে নীলকান্তমণি। ডায়াল তৈরি হয়েছে গোলাপি হীরায়। ফলে দাম যে আকাশচুম্বী হবে, তা বলাই বাহুল্য!

ঘড়িটির দাম ৯ লাখ ডলার বা ১০ কোটি ৯৬ লাখ টাকা! তবে কেবল টাকা থাকলেই আপনি ঘড়িটি কিনতে পারবেন না। কেননা এটি খুবই ‘লিমিটেড কালেকশন’ আর ‘অফ-ক্যাটালগ’ সংগ্রহ।

- Advertisement -islamibank

২০২৩ সালে মুক্তি পাওয়া মার্গো রবি ও রায়ান গসলিং অভিনীত ‘বার্বি’ সিনেমার দারুণ সাফল্য উদ্‌যাপন করতে ২০২৪ সালের জুলাইয়ে ঘড়িটি বাজারে আনে নামকরা সুইস লাক্সারি ঘড়ির ব্র্যান্ড রোলেক্স। সারা বিশ্ব তখন বার্বি জ্বরে আক্রান্ত।

বিগ মো ওয়াচেসের তথ্য অনুসারে, রোলেক্স এই মডেলের ঘড়ি বানিয়েছে মাত্র ১৭টি। আর তা কেবল নামী এই প্রতিষ্ঠানের হাতে গোনা প্রিমিয়াম ক্রেতা বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারাই কিনতে পারবেন।

‘গোলাপি মেয়েদের রং’—এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে গোলাপি ঘড়িটি মেসির হাতে যেমন মানানসই লেগেছে, তেমনি প্রশংসাও কুড়াচ্ছে।

মেসিকে এর আগে দেখা গেছে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, কোল্ডপ্লের কনসার্টে। আলোচিত কিস ক্যামে ধরা পড়েন এই জুটি। তখন দুজনেই হাসছিলেন। আর ভক্তদের উদ্দেশে হাত নাড়েন মেসি। সেই কনসার্টে মেসির ৩ পুত্রও উপস্থিত ছিল। সূত্র: দ্য সান

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ