চট্টগ্রামে গতকাল বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টির কারণে নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-বায়েজিদ-দুই নম্বর গেইটের ৪ লেন সড়কের বড় একাংশ দেবে গেছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে সড়কের বায়েজিদ থানার অক্সিজেন স্টারশিফ ব্রিজের কাছে দুই লেনের অক্সিজেনমুখী সড়কটি দেবে যায়।
এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কে গাড়ির সংখ্যাও কম। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টারশিপ এলাকায় ব্রিজের কাছে অক্সিজেন-দুই নম্বর গেইট সড়কের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে দেবে গেছে। এর আশেপাশেও ভাঙন ধরেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই অংশে ৪ লেনের সড়কটির দুই লেন বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক রহিম মিয়া জানান, সকালে গাড়ি বের করে ভাড়ায় প্রথম যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার সময় স্টারশিপ অংশে পৌছে দেখি রাস্তাটি দেবে গেছে। ফলে ৪ লেন সড়কের দুই লেন বন্ধ রয়েছে।
সড়ক ভেঙে যাওয়ায় সেখানে লাল ফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে এবং একমুখী সড়ক দিয়ে উভয়মুখী গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ব্যস্ততম সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
এদিকে টানা বৃষ্টিতে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা কমতে শুরু করেছে। তবে গণপরিবহন সংকট তীব্র হয়েছে,অভিযোগ উঠেছে ভাড়া বৃদ্ধির।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় বলেন, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিতে জলাবদ্ধতা, গণপরিবহণ সংকট, যানজট ও ভাড়া বৃদ্ধির কারণে সপ্তাহের শেষ কর্মদিবসে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
এ বিষয়ে নগরীর দুই নম্বর গেইট এলাকার বাসিন্দা বেসরকারি একটি ব্যাংকে কর্মরত আবু সালেহ ক্ষোভের সা্ই বললেন, এ আর নতুন কি, চট্টগ্রাম নগর বাসীর ভোগান্তি জন্ম থেকেই দেখছি। বৃষ্টি হলে তা আরও চরম আকার ধারণ করে।