পাকিস্তানে বন্দুকধারীদের গুলি-বোমায় মেজরসহ নিহত ৫

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানের ম্যাসতাং বিদ্রোহীরা গুলি ও সেনাদের গাড়িকে টার্গেট করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। বেলুচিস্তানে সম্প্রতি এমন হামলা বেড়েই চলেছে।

- Advertisement -

সবশেষ গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন।

- Advertisement -google news follower

এদিকে সংবাদমাধ্যম ডন বলছে, খাইবার পাখতুনখোয়ার লোয়ার সাউথ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা তেহসিল এলাকায় বোমা বিস্ফোরণে দুজন মারা গেছেন।

তাছাড়া আগের দিন বুধবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনায় একজন মেজরসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় পাল্টা অভিযানে নিহত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর ৪ সদস্য।

- Advertisement -islamibank

পুলিশ জানায়, এতে আহত হয়েছে ১৪ জন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) রাত ও বুধবার (৬ আগস্ট) ভোরের মাঝামাঝি সময়ে এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তানের মাস্তুং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’। সন্ত্রাসীরা গাড়িটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে হামলা চালায়।

ঘটনাস্থলেই পাকিস্তান সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন। হামলায় নিহতরা হলেন, মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), যিনি পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা। এছাড়া সোয়াবি জেলার বাসিন্দা নায়েক ইবনি আমিন (৩৭) এবং কারাক জেলার বাসিন্দা ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩)।

এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী মাস্তুং এলাকায় অপারেশন চালায়। এতে চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়।

পুরো এলাকা সন্ত্রাসমুক্ত হওয়ার আগ পর্যন্ত এই অপারেশন চলমান থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

হতাহতের বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানা যায়, বেলুচিস্তানের ঘটনায় বুধবার রাতেই বিবৃতি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়, বেলুচিস্তানের ম্যাসতাং বিদ্রোহীরা সেনাদের গাড়িকে টার্গেট করে।

বিবৃতিতে আইএসপিআর বলছে, ‘ভারতের মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তান নিরাপত্তাকর্মীদের একটি গাড়িকে টার্গেট করে। এতে দেশের তিন সাহসী সন্তান শহিদ হয়েছেন।

এরপর আঞ্চলিক অভিযান পরিচালিত হয়। দেশের ভেতরে থাকা ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

তবে এখন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ভারত।

তারও আগ গত মার্চে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) একটি ট্রেন হাইজ্যাক করে নিয়ে যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ