টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

রোমাঞ্চকর এক ম্যাচে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

- Advertisement -

সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেন ম্যাগুয়ের। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে শেষ বলে ছক্কায় সিরিজ জয়ের নজির গড়লেন তিনি।

- Advertisement -google news follower

পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর শেষ ওভারে প্রয়োজন পড়ে ৫ রান।

শেষ বলে জয় পেতে দরকার ছিল বাউন্ডারির, আর সেখানেই ইতিহাস গড়েন ম্যাগুয়ের। শেষ বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজের নাম লেখান বিশ্বরেকর্ডে।

- Advertisement -islamibank

এর আগে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানকে তুলনামূলক কম রানে থামিয়ে দেয় আয়ারল্যান্ডের বোলাররা। যদিও পাকিস্তানের মধ্যক্রমে কিছুটা প্রতিরোধ ছিল, তবে দলীয় স্কোর বড় করতে পারেনি তারা।

এই জয় আয়ারল্যান্ড নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাদের ধারাবাহিক উন্নতি এবং প্রতিদ্বন্দ্বিতার মান প্রমাণ করে দিলো এই সিরিজ জয়।

অন্যদিকে পাকিস্তান দলের জন্য এটি বড় ধাক্কা, যারা এখন হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে নামবে।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা প্রশংসায় ভাসান ম্যাগুয়েরকে। অনেকেই তার শেষ বলের ছক্কাকে ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিনিশ’ বলে আখ্যায়িত করেছেন। সূত্র: ‍জি নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ