আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

তিনি বলেছেন, দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকার নয়, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত সবাইকে চিকিৎসাসেবার আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তিনি।

- Advertisement -google news follower

আজ (শনিবার, ৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। এ সময় কাউন্সিলে আগত সবাই তার এ বক্তব্য শুনে করতালি দিয়ে স্বাগত জানান।

- Advertisement -islamibank

স্লোগান দিতে শুরু করলে মির্জা ফখরুল তাদের থামিয়ে দিয়ে বলেন, ‘স্লোগান দেবেন না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজকে এখানে (অনলাইনে যুক্ত) বসে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্বাস্থ্যখাতে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক। স্বাস্থ্যখাতে তিনি বেশি গুরুত্ব দেবেন। কারণ এ দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি।’

জুলাই আন্দোলনকালে অনেক চিকিৎসককে আহতদের চিকিৎসা সেবা দিতে বাধাগ্রস্ত করা হয়েছে এবং বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করে ফখরুল বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই, যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা করেছেন, এটা জাতি কোনোদিন ভুলবে না।

এ সময় তিনি সরকারের উদ্দেশ্যে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার সব ব্যবস্থা নিতে আহ্বান জানান।

ওষুধ নীতির প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, ‘ভারতের চেয়ে দেশের চিকিৎসার মান অনেক ভাল, কিন্তু চিকিৎসার পদ্ধতিগত সমস্যার পিছিয়ে আছে। ওষুধ নীতির দিকে আরেও গুরুত্ব দিতে হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ