ইসরায়েলি বর্বর হামলায় ৪০ জন ক্ষুধার্ত ত্রাণপ্রত্যাশীসহ ৪৭ জন নিহত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার কমপক্ষে ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ‘ইসরায়েল’। নিহতদের মধ্যে অন্তত ৪০ জন ক্ষুধার্ত ত্রাণপ্রত্যাশী মানুষ বলে জানায় সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’।

- Advertisement -

এ নিয়ে গত ২৭ মে থেকে গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ এর উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন, আহত ১২ হাজার ৫৯০ জনের বেশি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে জিএইচএফ।

- Advertisement -google news follower

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খাবার ও চিকিৎসার অভাবে উপত্যকাটিতে মারা গেছে আরও ১১ জন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২১২ জন, যাদের মধ্যে ৯৮ জন শিশু বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সবমিলিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯-এ পৌঁছেছে।

- Advertisement -islamibank

২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ সংঘাতে শুধু প্রাণহানিই নয়, আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন। অনেকেই এখনো নিখোঁজ। ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মরদেহের কাছে পৌঁছাতেও পারছেন না বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

এদিকে, গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে।

হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ