চট্টগ্রামের আনোয়ারায় একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় দেড়শ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ বারশতের মো. ইদ্রিছ আলীর পতিত বাড়ি থেকে এসব সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— দক্ষিণ বারশতের ভোলাশাহ ফকিরের বাড়ির মো. জাগিরের ছেলে মো. জামাল (৩৫) ও মো. জানে আলমের ছেলে মো. পারভেজ (২৮)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ ও ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণ, মদ তৈরি করার সরঞ্জাম (পাতিল, প্লাস্টিক ড্রাম, গ্যাসের চোলা ও বোতল) উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মদ তৈরি ও বিক্রি করে আসছিল। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর