চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন মাইজভাণ্ডার সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তিনি বলেন, নাজিরহাট পৌরসভাধীন মাইজভাণ্ডার সড়কস্থ মতিউর রহমান শাহ গেটের পাশে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে মাবিয়া বেকারি এন্ড সুইটসকে এক লাখ এবং নুর বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেএন/পিআর