চট্টগ্রামে ঘুষ না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসায় ২ ডিবি সদস্য!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষ না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

- Advertisement -

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি দায়ের করেন ডবলমুরিং এলাকার বাসিন্দা সাবিনা আক্তার।

- Advertisement -google news follower

আদালত মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে।

অভিযুক্তরা হলেন ডিবি পুলিশের বন্দর অঞ্চলের উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজাদ।

- Advertisement -islamibank

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই বাদীর ভাই জাকির হোসেনকে ডিবি পুলিশ আটক করে। পরে তার মুক্তির জন্য দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় জাকিরকে মারধর করা হয়।

বাদী সাবিনা আক্তার ডিবি কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে পুলিশ সদস্যরা জানান, জাকিরের কাছ থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এক লাখ টাকা দিলে ৪শ ইয়াবা দেখিয়ে মামলা দেওয়া হবে, আর দুই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।

তবে টাকা জোগাড় করতে না পারায় পরদিন ২৩ জুলাই ডবলমুরিং থানায় জাকিরের বিরুদ্ধে ৪শ ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, জাকির হোসেন ২০১৯ সালে সদরঘাট থানায় হওয়া একটি মাদক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, ‘অভিযোগ যে কেউ করতে পারেন।

আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তেই প্রকৃত সত্য উদঘাটিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ