চট্টগ্রাম মহানগর এনসিপির আনুষ্ঠানিক যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের নবগঠিত সমন্বয় কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১২ আগষ্ট) নগরীর গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে জুলাই শহীদ আলমের কবর জিয়ারতের পরবর্তীতে শহীদদের স্মরণে এবং বাংলাদেশের উত্তরোত্তর সফলতার জন্য দোয়া কামনা করা হয়।

- Advertisement -google news follower

উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারিবৃন্দ, সদস্য বৃন্দ ও বিভিন্ন থানার সংগঠকগন।

দোয়া পরিচালনার পর মিডিয়ার উদ্দেশ্যে যুগ্ম সমন্বয়কারি ইরফানুল হক বলেন- আমরা শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। খুব দ্রুত সময়ের ভিতর আমরা থানায় ওয়ার্ড ছাড়িয়ে মহানগরের প্রতিটা মানুষের কাছে পৌছাবো।

- Advertisement -islamibank

যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনুদ্দিন বলেন- জুলাই শহীদ ও আহতদের গড়ে তোলা এই নতুন বাংলায় আমরা দায় ও দরদের রাজনীতি করে এগিয়ে যাবো। আমাদের প্রতিটা পদক্ষেপ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

সমাপনি বক্তব্যে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি বলেন- নয়া রাজনৈতিক বন্দোবস্তে প্রতিটা নাগরিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম এনসিপি সর্বাগ্রে ভুমিকা রাখবে।

আমরা মানুষের দুয়ারে দুয়ারে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাবো। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাই হবে না।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ