বোয়ালখালীতে দুইশ লিটার মদসহ ১০ মামলার আসামি বাবুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরনদ্বীপ এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন ১০ মামলার আসামি মো. বাবুল হোসেন ওরফে গ্যাস বাবুল।

- Advertisement -

মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাতে বাবুলের বসতঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে রাখা প্লাস্টিকের বস্তা ভর্তি দুইশ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার বাবুল ওই এলাকার মোজাহের মিয়ার ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, বাবুল বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরে অবৈধভাবে চোলাই মদ মজুদ রাখার গোপন তথ্য পেয়ে অভিযান চালায় টিম বোয়ালখালী। এসময় দুইশ লিটার চোলাই মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

- Advertisement -islamibank

ওসি বলেন, গ্রেপ্তার বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি মামলা রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ