চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি তাবাকু খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২’শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ আগস্ট) মঙ্গলবার বিকাল ৫ টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. আয়াস (২৫)। সে কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইয়াছিন উল্লাহর ছেলে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি আজ বুধবার এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সোর্সের তথ্যমতে গতকাল বিকেল ৫টার সময় এক যুবককে আটক করে তল্লাশি চালালো তার প্যান্টের পকেটে ১২শ পিস ইয়াবা পাওয়া যায়।
ইয়াবাগুলো জব্দ এবং ওই যুবককে আটক করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন এ কর্মকর্তা।
জেএন/পিআর