কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালংয়ে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ওই শিশুর নাম আয়েশা আকতার। সে উখিয়ার হলদিয়াপালং এলাকার হাফেজ ফরিদের মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে আয়েশা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে সন্ধান শুরু করেন।
পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছোট শিশুদের চোখের আড়াল করলেই বিপদ। অভিভাবকদের অবহেলা ও দুর্ভাগ্যজনক কারণে আজকে শিশুটি প্রাণ হারালো।
জেএন/পিআর