চট্টগ্রামে সংরক্ষিত বন থেকে গাছ কাটার অপরাধে আটক ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে সংরক্ষিত বন এলাকা থেকে অবৈধভাবে ১৯ টুকরা (৩০.২৪ ঘনফুট) আকাশমনি গাছ কাটার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৩ আগস্ট) উপজেলার জলদী রেঞ্জের নাপোড়া বিটের আওতাধীন কমলার ঝুম এলাকা থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন, জঙ্গল নাপোড়া ৭ নং ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. বেলাল (১৯) ও একই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. রায়হান।

এ বিষয়ে নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জলদী রেঞ্জ এর নাপোড়া বিট এর আওতাধীন কমলার ঝুম এলাকায় সংরক্ষিত বন থেকে অবৈধ ভাবে আকাশমনি ৬ টি গাছ কাটার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে।

- Advertisement -islamibank

এ সময় তাদের কাছ থেকে ৬ টি আকাশ মনি গাছ ও একটি ছেও করাত উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বাঁশখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ