চট্টগ্রাম অর্থঋণ আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহ আল সগির (৪৩)কে রাজধানীর শুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর টানা ৪৮ ঘণ্টার অভিযানে গতকাল রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার হয় পলাতক এ আসামি।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল সগির চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন মধ্যম রামপুর ১ নম্বর পানির কল এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে।
অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার এসআই স্বপন কুমার সরকার।
তিনি জানান, গ্রেপ্তার ছগির অর্থঋণ মামলা নং ১৪৫৯/২৩, ধারা অর্থঋণ আদালত আইন ২০০৩ এর (৩৪) ১-এর আসামি। মামলায় তার ৬ মাসের সাজা রয়েছে। এরপর ধেকে দীর্ঘদিন সে পলাতক ছিলেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হালিশহর ও পাহাড়তলি থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহকে বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর