চট্টগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে হামলা: গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল একুশে পত্রিকা ও দৈনিক সময়ের আলো’র বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে মেরে ফেলার হুমকি দিয়ে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুন্নবী ও নিজাম উদ্দিনকে আসামি করে মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন হামলার শিকার সাংবাদিক বেলাল উদ্দিন।

- Advertisement -google news follower

ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।

নির্দেশনা পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম সাঁড়াশি অভিযানে নামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে বাঁশখালী উপজেলার ছাত্রদল নেতা ও মামলার এজাহাভুক্ত ২ নং আসামি নিজাম উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে টিম কোতোয়ালি।

- Advertisement -islamibank

মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে গ্রেপ্তার নিজাম উদ্দিন বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাসিন্দা অলি আহমদের ছেলে।

তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানালেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের টিম তড়িৎ ও পেশাদারী পদক্ষেপ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঁশখালীর বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর অবৈধ বালু উত্তোলন নিয়ে গত ৪ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক বেলাল উদ্দিন। এর পর থেকেই তিনি নানাভাবে হুমকির শিকার হচ্ছিলেন।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত নিজাম উদ্দিন সাংবাদিক বেলালকে ফোন করে ‘জরুরি তথ্য দেওয়ার’ কথা বলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে আসতে বলে।

বেলাল সেখানে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজাম, মোহাম্মদ নুরুন্নবী, রাসেল চৌধুরীসহ অজ্ঞাত আরও ২-৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। “রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে নিউজ করেছিস কেন? তোকে আজ মেরেই ফেলব,”—এই বলে তারা বেলালকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে।

তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় মামলা দায়ের করার পর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম নগরীর আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ