চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পৌরসদরস্থ ৫ নাম্বার ওয়ার্ডের আমিরাঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৩ আগস্ট) রাত ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ শাহেদ। সে ওই এলাকার আবু তৈয়বের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে নিজ বসতঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়ে মোহাম্মদ শাহেদ।
তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম।
জেএন/পিআর