চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৯ নম্বর ঘাট সংলগ্ন ডাংগারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার লিটার চোরাই সয়াবিন তেল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গতকাল বুধবার বিকেলে গোপন সোর্সের খবরে অভিযান চালিয়ে চোরাই তেলগুলো উদ্ধার করা হয়। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি বৃহস্পতিবার সকালে জানান, জব্দ তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
জব্দকৃত বোট ও সয়াবিন তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
জেএন/পিআর