সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলির দাবি, আসন্ন এশিয়া কাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে মাঠে না নামে—যেমনটি তারা সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ করেছিল।
তার মতে, ভারত যদি পাকিস্তানের বিপক্ষে খেলে, তবে বড় ধরনের লজ্জায় পড়তে পারে, ঠিক যেমনটা পাকিস্তান পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে।
সিরিজের শেষ ম্যাচে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল মাত্র ৯২ রানে অলআউট হয়।
প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও পরের দুই ম্যাচে হেরে যায় পাকিস্তান। ফলে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারল তারা।
নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য গেম প্ল্যান’-এ বাসিত আলি বলেন, ‘আমি দোয়া করি ভারত পাকিস্তানের সঙ্গে না খেলুক, যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে করেছিল। এত বড় ধাক্কা দেবে যে আপনার কল্পনাতেও আসবে না।’
তিনি আরও যোগ করেন, ‘আফগানিস্তানের কাছে হেরে গেলে দেশে খুব বেশি আলোড়ন হবে না। কিন্তু ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যায়।’
তবে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি২০ ফরম্যাটে। এই ফরম্যাটে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো। সালমান আঘার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ জিতেছিল পাকিস্তান।
জেএন/পিআর