ট্রাম্পের কাছ থেকে পুরস্কার নেবেন না হলিউড তারকা টম

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার অনার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ।

- Advertisement -

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যাঁরা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাঁদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত ‘সূচি মেলেনি’—এমন কারণ দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্রুজ।

- Advertisement -google news follower

প্রতিবেদনে আরও বলা হয়, কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী জানিয়েছেন, ক্রুজ এই সম্মাননা গ্রহণে রাজি হননি কেবল সময়সূচি না মেলায়।

এ বিষয়ে তাঁর মুখপাত্রও কোনো মন্তব্য করেননি। পুরস্কার গ্রহণ না করা নিয়ে টম ক্রুজের মুখপাত্রের সঙ্গে যোগযোগ করলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

- Advertisement -islamibank

গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন ও কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট।

এ ছাড়া তালিকায় আছেন ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস ও ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড, যিনি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘ফ্যান্টম অব দ্য অপেরা’র প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন।

সাধারণত ডিসেম্বরের শুরুতে আয়োজিত হয় এই গালা অনুষ্ঠান, যা পরে সিবিএস টিভিতে প্রচারিত হয়। তবে এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালনার ঘোষণা দিয়েছেন।

কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত।

১৯৭১ সালে চালু হওয়া এই কেন্দ্র বহুদিন ধরে দুই প্রধান রাজনৈতিক দলের সমান সমর্থন পেয়েছে।

এদিকে চলতি বছর চলচ্চিত্রে অবদানের জন্য ক্রুজ আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন।

চলতি বছরের জুনে অস্কারের আয়োজক সংস্থা ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ জানিয়েছে, ১৬ নভেম্বর গভর্নস অ্যাওয়ার্ডসে তাঁকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।

টম ক্রুজকে সবশেষ দেখা গেছে ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমায়। তথ্যসূত্র: পিপলডটকম

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ