সুপারস্টার প্রভাসের পুলিশি চরিত্রে আসছে ‘স্পিরিট’

অনলাইন ডেস্ক

দক্ষিণী সুপারস্টার প্রভাস এবার প্রথমবারের মতো পুলিশ অফিসারের চরিত্রে আসছেন বড়পর্দায়।

- Advertisement -

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহু প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘স্পিরিট’-এর জমকালো উদ্বোধন হতে যাচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে, ভারতের হায়দরাবাদে।

- Advertisement -google news follower

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি।

নির্মাতারা জানিয়েছেন, এই ছবিতে থাকবে দমবন্ধ করা অ্যাকশন দৃশ্য ও উত্তেজনাপূর্ণ কাহিনি। সঙ্গীত পরিচালনা করছেন হর্ষবর্ধন রমেশ্বর।

- Advertisement -islamibank

ছবির প্রধান খলনায়কের ভূমিকায় কে থাকবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে।

প্রভাসের ভক্তরা বলছেন, তার পুলিশি রূপ দেখার অপেক্ষা যেন আর সহ্য হচ্ছে না।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাতে এটি যে ভিন্ন মাত্রা পাবে, তা নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ