জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টা করেছেন কয়েকজন যুবক। এ সময় সেখান থেকে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুরু হওয়া শোভাযাত্রা থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘জন্মাষ্টমীর শোভাযাত্রায় ৫-৬ জন যুবক চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। তখন আয়োজকরা তাদের চিহ্নিত করে আমাদেরকে জানায়। পরে তাদেকরকে হেফাজতে নিয়েছি। এখন জিজ্ঞাসাবাদ চলছে।’

- Advertisement -islamibank

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। ব্যাপক পুলিশি পাহারায় লালদীঘি-কোতোয়ালি-নিউমার্কেট-রাইফেলস ক্লাব-নন্দনকানন-চেরাগি হয়ে আন্দরকিল্লার জে এম সেন হলে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ