সীতাকুণ্ডে সাগরে ভেসে এল অচেনা ব্যক্তির লাশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগর উপকূল থেকে পরিচয় না জানা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

- Advertisement -

গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড জাহানাবাদ কদমরসুল এলাকার এ. জে. শীর্প ইয়ার্ডের সাগর তীরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

কুমিরা নৌ পুলিশের পরিদর্শক ওয়ালি উদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।

অর্ধগলিত লাশটি দেখে ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

এর আগে গত মঙ্গলবার উপজেলার সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলের কেওড়াবন থেকেও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছিল নৌ পুলিশ।

এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। তাঁর লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ