চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগর উপকূল থেকে পরিচয় না জানা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড জাহানাবাদ কদমরসুল এলাকার এ. জে. শীর্প ইয়ার্ডের সাগর তীরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌ পুলিশের পরিদর্শক ওয়ালি উদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
অর্ধগলিত লাশটি দেখে ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার উপজেলার সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলের কেওড়াবন থেকেও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছিল নৌ পুলিশ।
এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। তাঁর লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
জেএন/পিআর