চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮আগস্ট) সকাল ৯টার দিকে দুই বছর বয়সী শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
ওই শিশুটির নাম মো. আব্দুল্লাহ। সে একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া গ্রামের বাসিন্দা হাফেজ মাওলানা সাইফুদ্দিনের ছেলে।
নিহত শিশুর বাবা বলেন, মসজিদে চাকুরীর সুবাদে এখানে ভাড়া বাসায় থাকি। বাসায় তিন ভাই বোন এক বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ আব্দুল্লার ঘুম ভেঙ্গে গেলে মাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে।
তার মা রান্নাঘর থেকে এসে শিশু আব্দুল্লাহকে বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাসার সামনের পুকুরে ভাসমান অবস্থায় সন্তানের লাশ দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। তিন সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবার ছোট।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
জেএন/পিআর