মিরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে আশিকুল ইসলাম (৮) নামে ২য় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত আশিকুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ীর জামাল উদ্দিনের ছেলে।

নিহতের মামা সিরাজ জানান, শিশু আশিকুল ইসলাম দুপুরে প্রতিবেশী ২ জন ছেলের সাথে খেলতে যায়। এসময় অজ্ঞতা:বশত পাশ্ববর্তি একটি পুকুরে পড়ে যায়।

- Advertisement -islamibank

পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে, পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশিক স্থানীয় একটি নূরাণী মাদরাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। এঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জেএন/এইউ/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ