মহামায়া লেকে মাছ চুরি ঠেকাতে অভিযান, ২ হাজার মিটার জাল জব্দ

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের বৃহত্তর কৃত্রিম লেক মিরসরাই মহামায়া লেকে অবৈধভাবে মাছ চুরি কাজে ব্যবহৃত ২ হাজার মিটার টানা জাল জব্দ করা হয়েছে।

- Advertisement -

আজ সোমবার ( ১৮ অক্টোবর) ভোরে চট্টগ্রাম উত্তর বনবিভাগ মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আমীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

- Advertisement -google news follower

রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আমীন জানান, মহামায়া থেকে মাছ চুরির অভিযোগ বেশ কয়েকবার এসেছে।

তারই ধারাবাহিকতায় গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার জাল জব্দ করতে সক্ষম হই।

- Advertisement -islamibank

স্থানীয়দের দাবি, এসম মাছ চুরির সাথে মহামায়া লেকের ইজারাদার কতৃপক্ষ জড়িত। তারা জড়িত না থাকলে এখান থেকে মাছ চুরির কোন সুযোগ নেই।

তবে ইজারাদারের পক্ষ থেকে সোয়াইভ সরোয়ার অভিযোগ নাকচ করে বলেন, ৫ আগষ্টের পরে নতুন দায়িত্ব প্রাপ্তরা মহামায়া লেকে মাছ চুরি বন্ধে বনবিভাগের সাথে কাজ করেছেন।

একাধিক বার বনবিভাগকে তথ্য দিয়ে মাছ চুরি কাজে ব্যবহৃত জাল জব্দে সহযোগিতা করেছেন। তাই মহামায়া লেকের ইজারাদার কতৃপক্ষ মাছ চুরি নয় বরং মাছ চোর ঠেকাতে কাজ করছে।

জেএন/এইউ/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ