চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা দাবি করে নির্মাণ কাজে বাধাঁ দিয়ে নুরুল হক (৪৩) নামের এক প্রবাসীর উপর অর্তকিত হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের নুরুল হক মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় ভূক্তভোগী প্রবাসী মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী প্রবাসী নুরুল হক বলেন, বন্টন সূত্রে পাওয়া পৈত্রিক সম্পত্তির উপর সেফটি ট্যাংকি নির্মাণ করার সময় আপন ভাই ফজলুল হক (৫০), ভাবি আকলিমা আক্তার (৩৫), ভাড়াটিয়া যুবদল নেতা মো. হানিফসহ (৪২) অজ্ঞাতনামা ১২ জন ব্যক্তি অর্তকিত হামলা করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
প্রবাসী নুরুল হক জানান, হানিফ বেশ কয়েকদিন চাঁদাদাবি করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় তার লোকজন নিয়ে মূলত এ হামলার পরিকল্পনা করে।
হামলার ঘটনার বিষয়ে মো. হানিফ জানান, প্রবাসী নুরুল হক ও ফজলুল হক দুই জন আপন ভাই। নুরুল হক অন্যায়ভাবে সেফটি ট্যাংকির কাজ করছিল। সে কোন শালিশ বিচার মানছে না। তাই বড় ভাই ফজলুল আমার সাথে যোগাযোগ করে।
বিষয়টি জানতে নুরুল হকের সাথে কথা বলতে গেলে সে আমার উপর হামলা করে। এসময় হাতাহাতির এক পর্যায়ে নুরুল হক হোঁচট খেয়ে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। তাকে রক্তাক্ত দেখে আমি ঘটনাস্থল ত্যাগ করি। চাঁদাবাজির অভিযোগ সত্য নয়।
মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
এবিষয়ে জানতে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে বেশ কয়েকবার ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেএন/পিআর