চট্টগ্রামে মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় এক পথচারী নারীকে চাপা দিয়ে সড়কের পাশের কৃষিজমিতে ছিটকে পড়েছে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহীন বেগম (৪৫) নামে ওই পথচারী।
আজ মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে আটটায় উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে কমর আলী সড়কের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও কুমিরা হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহীন বেগমের স্বামী মিরসরাই উপজেলার বড় দারোগাহাট এলাকার একটি ইটভাটায় কাজ করেন। কাজের সূত্রে শাহীন বেগম পরিবারসহ ওই এলাকাতেই বসবাস করতেন।
আজ সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন তিনি। এতে সড়কে থেঁতলে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিও সড়কের বাইরে কৃষিজমিতে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শাহীন বেগমের লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা-পুলিশ।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বড় দারোগাহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়।
দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি আমরা। গাড়িটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।
জেএন/পিআর