পাঁচ দফা দাবিতে ডিএপিএফসিএলে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রধান গেইটের সামনে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা।

- Advertisement -

বুধবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে ‘এক কর্পোরেশন এক বেতন স্কেল’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এ সময় পে কমিশনভুক্ত কর্মচারীদের ন্যায় মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের ৫% প্রণোদনা ও ১৫% বিশেষ সুবিধা বকেয়া সহ দ্রুত বাস্তবায়ন, নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার স্বার্থে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা, পে-কমিশন ও মজুরি কমিশনের সকল শ্রমিক-কর্মচারীদের পদোন্নতি পূর্বের ন্যায় তিন বছর বহাল রাখা, পদোন্নতি জটিলতা দ্রুত নিরসন, বিসিআইসির প্রধান কার্যালয়ের কর্মচারীদের ন্যায় সকল কারখানার শ্রমিক-কর্মচারীদের পেনশনের আওতাভুক্ত করা এবং মজুরি কমিশনের ন্যায় পে-কমিশনের আওতাভুক্ত কর্মচারীদের ঝুঁকি ও নৈশ ভাতা প্রদানের দাবি জানান তারা।

সমাবেশে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের সহ-সভাপতি হারুন ওর রশিদের সভাপতিত্বে, ডিএপিএফসিএল শাখার শ্রমিকদলের কার্যকরী সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. রেজাউল করিম।

- Advertisement -islamibank

বক্তব্য রাখেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক, শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ, মো. মুছা, মো. ফিরোজ আলম, জাহেদুল আলম, জহুরুল ইসলাম, মো. মাসুম বাবুল, রেজাউর রহমান, সজীব সেখ, নাজমুল আশরাফ রাফী প্রমুখ।

বক্তারা বলেন, বৈষম্য দূর করতে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে, তবে আজও বৈষম্য আজও দূর হয়নি। এ সময় ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্য দূর করতে সংশ্লিষ্টের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সার কারখানা চত্বর প্রদক্ষিণ করে এবং শিল্প উপদেষ্টা, সচিব ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে ডিএপিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, ‘কমিশন বৈষম্য নিরসনসহ বেশ কিছু দাবি নিয়ে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

পরে আমাদের একটি স্মারকলিপি দেন। আমরা বিসিআইসির কর্মকর্তাদের বিষয়টি জানাবো।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ