ভুজপুরে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (১৯ আগষ্ট) রাতে উপজেলার ভূজপুর থানাধীন কাজীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবে-৭।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আসামির নাম মো. ওবায়দুল হক। সে ভূজপুর থানার হরিনাকুল গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।

আজ বুধবার বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা ( নং-০২(০৫)১৮ ) রয়েছে। উক্ত মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ