চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা নিয়ে ধরা পুলিশ সদস্য মনিরুল!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ

- Advertisement -

গোপন সোর্সের খবরে বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে অভিযানটি পরিচালিত হয়। এসময় ইয়াবাগুলো বহনের দায়ে মনিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

- Advertisement -google news follower

আটক মনিরুল কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকরাম উল্লাহ ও ভেলুয়া খাতুন দম্পতির ছেলে। মনিরুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন জানান, মনিরুল কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

- Advertisement -islamibank

পুলিশ থামানোর সংকেত দিলে তিনি সন্দেহজনক আচরণ করেন। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানান এসআই কামাল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ